ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগর সদরে নৌকার মাঝি এটন কাজী
Published : Sunday, 15 May, 2022 at 12:00 AM, Update: 15.05.2022 1:40:57 AM
মুরাদনগর সদরে নৌকার মাঝি এটন কাজীমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
বহুল প্রতিক্ষিত কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়নের নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে ছিল চরম উত্তেজনা। কে পাবে নৌকার মনোনয়ন এ নিয়েও চলছিল নানা জল্পনা কল্পনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মনোনয়ন পেয়েছেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো: তুফরীজ ওরফে এটন।
গত শুক্রবার বিকালে গণভবনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঝড় তুলেছেন কাজী মো: তুফরীজ ওরফে এটনকে অভিনন্দন জানাতে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় ১৩নং মুরাদনগর সদর ইউপি নির্বাচন ২০১৬ সাল থেকে স্থগিত ছিল। মামলা নিষ্পত্তি হওয়ায় সারা দেশের মতো আগামী ১৫ জুন মুরাদনগর সদর ইউনিয়ন বহুল আলোািচত এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। সদর এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২৮ হাজার। সব ক’টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কাজী মো: তুফরীজ ওরফে এটন। খুব ভালো লাগছে। যাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন অত্যন্ত নম্র ভদ্র ও সুশিক্ষিত। এ ধরনের মানুষ নির্বাচনের মাঠে আসলে অবশ্যই ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি পাবে।  
তফসিল ঘোষনার পরই আাচরণ বিধি মানা নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন নিবাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদার। তিনি সাফ জানিয়েছেন, আচরণ বিধি নির্বাচনী আইনের একটি অংশ। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মানতে হবে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সর্বোচ্চ তৎপর।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা সার্বিক ভাবে প্রস্তুত আছি।