ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন
প্রদীপ মজুমদার
Published : Sunday, 15 May, 2022 at 3:01 PM
লালমাইয়ে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন নানা আয়োজনে রবিবার কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা।
গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহ ত্যাগ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬ বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন, আর তাই বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যময়। 
এদিকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লালমাই উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে এই দিনটিকে স্মরণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করেছেন। প্রার্থনা পরিচালনা করেন জীনসেন মহাথের ও ধর্মানন্দ থের।
শুভ বুদ্ধ পূর্ণিমা শনিবার (১৪ মে) সকালে মন্দির  প্রাঙ্গণে ধর্মীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, সকল গ্রামবাসীর অংশগ্রহণে বুদ্ধ পূজা, মঙ্গল শোভাযাত্রা  ও পঞ্চশীল গ্রহণের পর নর-নারী,দায়ক-দায়িকা উপাসনা করেন। উপাসনা পরিচালনা করেন জীনসেন মহাথের ও ধর্মানন্দ থের।
শুভ বুদ্ধ পূর্ণিমায় শনিবার (১৪ মে) সকালে মন্দির  প্রাঙ্গণে ধর্মীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, সকল গ্রামবাসীর অংশগ্রহণে বুদ্ধ পূজা, মঙ্গল শোভাযাত্রা  ও পঞ্চশীল গ্রহণের পর নর-নারী,দায়ক-দায়িকা উপাসনা করেন।
প্রতি বছর বৌদ্ধ ধর্মালম্বীরা বৈশাখ মাসের পূর্ণীমা তিথিতে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন।
এছাড়া ভগবান বুদ্ধের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য বাবু জ্যোতিষ সিংহ খোকন, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীলিপ সিংহ, অবসরপ্রাপ্ত পেশকার বিনোদ সিংহ, বৌদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি যাদব সিংহ ও সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ, মহিলা আওয়ামী লীগ সভাপতি ও ওয়ার্ড মহিলা মেম্বার বিউটি রানী সিংহ, সুজিত সিংহ,  অজয় সিংহ,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল সিংহ ধর্মালম্বী নর-নারী এবং দায়ক-দায়ীকারা উপস্থিত ছিলেন । লালমাই থানা ওসি তদন্ত শেখ মাহামুদুর হাসান রুবেল।

অনুষ্ঠান শেষে আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের পক্ষ থেকে দীনেশ সিংহ ও ভূপাল সিংহ দুইজনকে বিশ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়।