ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিকের প্রশাসকের দায়িত্বে ড. সফিকুল ইসলাম
Published : Sunday, 15 May, 2022 at 12:19 PM, Update: 15.05.2022 12:38:00 PM
কুসিকের প্রশাসকের দায়িত্বে ড. সফিকুল ইসলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে । ফলে আগামী ১৭ মে থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সফিকুল ইসলাম ।

রোববার (১৫ মে) সকালে ড. সফিকুল ইসলাম অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ মে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে কুসিকের প্রধান নির্বাহীকে দায়িত্ব গ্রহণের অফিস আদেশ দেওয়া হয়েছে।
ড. সফিকুল ইসলাম কুমিল্লার কাগজকে জানান, আমি নির্দেশনা পেয়েছি। বর্তমান মেয়র পদ ছেড়ে দেওয়ার পরই এ নির্দেশনা কার্যকর হবে।
ওই আদেশ থেকে জানা যায়, স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৬ ধারা অনুযায়ী আগামী ১৬ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই আগামী ১৭ মে থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি করপোরেশনের ‘প্রশাসনিক ও আর্থিক’ ক্ষমতার দায়িত্ব পালন করবেন।
 উল্লেখ্য, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।