ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ৩ সেনা নিহত
Published : Sunday, 15 May, 2022 at 6:57 PM
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ৩ সেনা নিহত পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সেনাবাহিনীর ৩ সদস্য ও বেশ কিছু শিশু নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডনের।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি তদন্ত করছে গোয়েন্দা সংস্থা।

এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন। এসময় তিনি নিহত সেনাদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করেন। তাছাড়া এ ঘটনায় যেসব শিশু মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহবাজ।

প্রধানমন্ত্রী বলেন, নিরীহ শিশুদের হত্যাকারীরা ইসলাম ও মানবতা উভয়েরই শত্রু। এই বর্বরতা নির্মূল না হওয়া পর্যন্ত আমরা বসে থাকবো না। হামলাকারীর সহায়তাকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

শাহবাজ বলেন, সেনা ও নাগরিকদের রক্ত আমাদের জন্য ঋণ। যা আমরা আমাদের দেশ থেকে সন্ত্রাস নির্মূল করে শোধ করবো।