Published : Monday, 16 May, 2022 at 12:00 AM, Update: 16.05.2022 1:01:17 AM
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, কুমিল্লার জেলা কমিটির আয়োজনে শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষককের করণীয় বিষয়ক এক বর্ধিত সভা গতকাল কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো: আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটি সম্মানিত সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কেন্দ্রিয় কমিটি মহাসচিব মো: মজিবুর রহমান বাবুল, কেন্দ্রিয় কমিটি সহ-সভাপতি মোহাম্মদ শফি উদ্দিন, সহ-সভাপতি মো: এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সাগতিক স্কুলের প্রধান শিক্ষক মো: তফাজ্জল হোসেন, কেন্দ্রীয় কমিটির অবসর ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আইয়ুব আলী কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মামুন আজাদ খন্দকার।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মো: গোলাম মোস্তফা।
কুমিল্লা জেলার ১৭টি উপজেলার প্রায় ১০০ জন প্রধান শিক্ষক উক্ত সভায় উপস্থিত ছিলেন। জেলা কমিটির সহ-সভাপতি মো: কামরুল কবির এর সঞ্চলনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মো: নজরুল ইসলাম (সদর দক্ষিণ), মো: কামরুজ্জামান (চৌদ্দগ্রাম), মো: ইদ্রিস মিয়া (লাকসাম), মো: রফিকুল ইসলাম (ব্রাক্ষনপাড়া), মো: হুমায়ন কবির ভূইয়া (চান্দিনা), মো: শহিদুল্লাহ মজুমদার (নাঙলকোট), মো: সাজ্জাত হোসেন (মেঘনা), মো: জাহাঙ্গীর আলম (বরুড়া), মো: মক্তোল হোসেন (দেবিদ্ধার), মো: আ: হান্নান (আর্দশ সদর) কে.ম আতিকুর রহমান (হোমনা), মো: মফিজুদ্দিন আহমেদ (মুরাদনগর), রহিমা আক্তার (মুরাদনগর), কাজী মনির (লালমাই), সাংগঠনিক সম্পাদক, মো: নজির আহমেদ হাজারী (সদর দক্ষিণ) সহ-সম্পাদক, মো: মজিবুর রহমান (দেবিদ্বার) সহ-সভাপতি মো: সালেহা আহমেদ (চৌদ্দগ্রাম) সহ-সভাপতি জেলা কমিটি। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষার মন্নোয়নে গৃহিত বিভিন্ন কার্যক্রমের জন্য সরকারকে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যমুক্ত হয়ে জাতীয়করণ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। বিশেষ অতিথি মহাসচিব মো: মজিবুর রহমান বাবুল জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ১০০% উৎসবভাতা, প্রতিষ্ঠানে প্রধানসহ শিক্ষকদের উচ্চতর স্কেল, প্রধান শিক্ষকদের ৬ষ্ঠ গ্রেড এবং সহপ্রধান শিক্ষকদের ৭ম গ্রেড, সহকারী শিক্ষকদের বদলি ব্যবস্থা, প্রতিষ্ঠান প্রধানসহ সকলপদে এনটিআরসি মাধ্যমে নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে সকলকে নিয়ে কাজ করছে বলে আশ^স্ত করেন। প্রধান অথিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন- প্রধান শিক্ষকদের ৬ষ্ঠ গ্রেড এবং সহপ্রধান শিক্ষকদের ৭ম গ্রেড দিতে সরকারের কোন ব্যয় বৃদ্ধি হবে না। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে সরকারের ব্যয় সামান্যই বৃদ্ধি পাবে বলে তিনি জানান। শিক্ষকদের এই সকল দাবী দাওয়া পূরণে সরকারের সদইচ্ছাই যথেষ্ট বলে তিনি জানান।