কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত। দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত ৭টার দিকে উপজেলার পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বামিশাসর গ্রামের ছাত্তার পোদ্দারের ছেলে মাজারুল ইসলাম সানী (২২), আহত যুবকের নাম আনাত।
ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত মাজারুল ইসলামকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।