সিলেট সদর উপজেলায় খারইল বিলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই জন নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ মে) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন ডুবুরি দল।
নিখোঁজরা হলেন-সদর উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী (৫০) এবং রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী (৪০)।
সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, ‘রাতে নৌকায় বাড়ি ফিরছিলেন আট জন। ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে যায়। ছয় জন সাঁতরে তীরে উঠেছেন। তবে দুই জন এখনও নিখোঁজ।’
ডুবুরি দলের প্রধান শহীদুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টা ডুবুরি দলের তিন সদস্য নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। নিখোঁজদের এখন কোনও সন্ধান মেলেনি।