ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শুটিং করতে গিয়ে আহত তানজিন তিশা
Published : Monday, 16 May, 2022 at 12:55 PM
শুটিং করতে গিয়ে আহত তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানী অদূরে সাভারের বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এতে হাতে গুরুতর চোট পেয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি ইনফিনিক্স মুঠোফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।’

বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী তানজিন তিশা।

জানা গেছে, বিজ্ঞাপনের এই শুটিং চলবে তিন দিন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গে রয়েছেন ক্রিকেটতারকা তাসকিন আহমেদ। এটি নির্মাণ করছেন আগা নাহিয়ান।