ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার সদর দক্ষিণে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
Published : Monday, 16 May, 2022 at 1:21 PM
কুমিল্লার সদর দক্ষিণে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহতকুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় গ্রিন লাইন পরিবহণের একটি বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার সকাল সালে ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সালেহা বেগম (৭০)। তিনি সদর দক্ষিণ উপজেলা ৫নং পশ্চিম জোর কানন ইউনিয়ন পরিষদের বাটপারা গ্রামের মৃত মুনাস মিয়ার স্ত্রী।

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে সুয়াগঞ্জ বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাস্তা পারাপারের সময় গ্রিন লাইন পরিবহণের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় নুরজাহান হোটেলের সামনে থেকে হাইওয়ে পুলিশ আটক করেছে বাসটিকে।