এলডিপি নেতা ড. রেদোয়ানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
Published : Tuesday, 17 May, 2022 at 12:00 AM
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলডিপির অঙ্গসংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনটি।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে আটকে রেখেছে। দেশে পার্সোনাল প্রটেকশন আইন আছে। সন্ত্রাসীরা তার গাড়িতে হামলা করায় তিনি আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি করেছেন, নিরাপত্তার জন্য থানায় গিয়েছেন। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। এতে প্রতীয়মান হয়, এই দেশে মানবাধিকার নেই।
এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালিদ বিন জসিম।