কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে এক ভুয়া এসবি পুলিশ ও তার সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে তাদেরকে কুমিল্লা আদালতে চালান করা হয়। রোববার (১৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কটি পরে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ঐ ২ প্রতারককে আটক করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, পুলিশের কটি পরিহিত বাদল (৪৫) ভয়-ভীতি দেখিয়ে লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সে ও তার সহযোগী সাদ্দাম ওরফে বোতল পালানোর চেষ্টা করে। পরে জিজ্ঞাসাবাদে তার আসল রূপ বেরিয়ে আসে। এসময় তার পরিহিত পুলিশের একটি নেভি ব্লু রঙের জেকেট, নেমপ্লেট, নাইলনের বেল্ট, বিডি পুলিশ লেখা কেডস, পুলিশের মনোগ্রাম ও মুজিব শতবর্ষ লোগো যুক্ত রেশন চালান ফরম; যার গায়ে কুমিল্লা এসবি শাখা, বাদল, ব্যাচ নং ৫১০৭১ উল্লেখ রয়েছে।
এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।