ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা
Published : Thursday, 19 May, 2022 at 2:04 PM
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকাপ্রেমের দিন শেষ, এবার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর জুটি। বুধবার এমন খবর শোনা গেছে যে, নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিয়ে হতে পারে এই অসম জুটির। তার পরই বেসুর বেজেছে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি। এবার কি একই পথে হাঁটলেন মালাইকা নিজেও?

ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, কোথাও বাঁধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির। আর পাঁচজনের মতো জীবনযাপনের মান বাড়াতে আমিও পছন্দ করি। কিন্তু এখন বুঝি বৃহত্তর ক্ষেত্রে সে সবের তেমন মূল্য নেই। বরং বুঝেছি নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি ও বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এ সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি এখন।

আর এই পাল্টে যাওয়া জীবনদর্শনই কেমন যেন অন্য রকম ঠেকছে অনুরাগীদের। তবে কি বিয়ে হচ্ছে না মালাইকা-অর্জুনের? নাকি ভেঙে যেতে পারে সম্পর্কটাই?

কেউ কেউ বলেন, বিয়ের খবরকে ধামাচাপা দিতে পরিকল্পনামাফিকও হয়তো এমন করতে পারেন। যেমনটি করেছেন অর্জুনও।

বুধবার অর্জুনের ইনস্টাগ্রামে জানান, আমার জীবন নিয়ে অনেকেই দেখছি আমার চেয়েও বেশি জানেন। বেশ লাগছে।

অনুরাগীদের ধারণা, বিয়ের গুঞ্জন প্রসঙ্গেই এমন লিখেছেন বনি কাপুরপুত্র। এসব কথা গুজব বলে উড়িয়ে দিতে চাইছেন।

সূত্র: জিনিউজ।