কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিন আজ
হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন জমা দিবেন আজ
তানভীর দিপু
Published : Tuesday, 17 May, 2022 at 10:52 AM
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দেয়ার শেষ দিন আজ। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র , কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এপর্যন্ত দুই মেয়র প্রার্থীসহ এক শ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীসহ হেভিওয়েট প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিবেন।
শেষ দিনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।