কুমিল্লার লাকসামে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির যুবক সোহেল নিহত হয়েছেন।
লাকসামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ মোটরসাইকেল চালক মোঃ আলমগীর হোসেন নিহত হয়। ঘটনার বিবরণে জানা যায় শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের কাজী বাড়ির আব্দুল আজিজের ছেলে মোঃ আলমগীর হোসেন সোহেল। নোয়াখালী জেলার কর্মস্থল থেকে বাড়ি আসার পথে সকালে লাকসাম- নোয়াখালীর প্রধান সড়কে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় সোহেল। উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান সোহেল উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২০০৮ সালে উনকিলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন, এরপর সে গ্রামীন ফোন কাস্টমার কেয়ারে চাকরি করতো, বর্তমানে সোহেল নোয়াখালী জেলায় প্রাণ কোম্পানিতে চাকরি করে আসছে। সোহেলর বাবা আব্দুল আজিজ অসুস্থর খবর শুনে বাবাকে ডাক্তার দেখাতে বাড়ি ফিরছিল সোহেল, কিন্তু বাবাকে ডাক্তার দেখানো হলো না সোহেলের।
সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে- মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।