Published : Tuesday, 24 May, 2022 at 11:54 AM, Update: 24.05.2022 12:06:55 PM
বরিশালে একটি মেস থেকে সান ই জাহান জুয়েনা (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ মে) রাত ৯টায় নগরের ব্রজমোহন কলেজের মসজিদ গেটের সামনের গলির আইনুন ভিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েনা (১৮) পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে। তিনি সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং আইনুন ভিলার চতুর্থ তলার ৪০৪ নম্বর রুমে দেড় বছর ধরে ভাড়া থাকতেন।
আইনুন ভিলার কেয়ারটেকার লাইজু বেগম বলেন, সন্ধ্যার পর পর মেয়েদের চিৎকার শুনে দরজার ওপর থেকে দেখি, জুয়েনা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারবো না।
তিনি আরও বলেন, জুয়েনা প্রায় দেড় বছর ধরে এখানে ভাড়া থাকতেন। কখনও তার সন্দেহজনক কোনো বিষয় চোখে পড়েনি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, দরজা ভেঙে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে ব্লেড দিয়ে কাটা কিছু দাগ পাওয়া গেছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রীর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।