Published : Saturday, 28 May, 2022 at 12:00 PM, Update: 28.05.2022 12:21:44 PM
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ১২ নং ওয়ার্ডের নানুয়া দিঘীরপাড়ে নিজ
বাসবভনের নিচে সাংবাদিকদের কাছে এ অভিযোগ ব্যক্ত করেন তিনি।
মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, গভীর রাতে হেলমেট পরিহিত কতিপয় দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসে নগরীর চকবাজার হতে কান্দিরপাড় এলাকায় দেয়াল ঘড়ি প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে অন্য প্রতীকের পোস্টার ঝুলিয়ে দেয়।
তিনি বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তিনি আমাকে খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমি পোস্টার ছেঁড়ার অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে গিয়ে খবর নিয়ে বলতে হবে। বিষয়টি স্পর্শকাতর, তাই বিস্তারিত না জেনে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য,এবারের নির্বাচনে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ১০৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।