নিজস্ব প্রতিবেদক: নবগঠিত কুমিল্লা মহানগর বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন শওকত আলী বকুল। সদ্য ঘোষিত ওই কমিটির আহবায়কের পদ থেকে আমিরুজ্জামান আমীর পদত্যাগ করায় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত আলী বকুলকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩০ মে আমিরুজ্জামান আমিরকে আহবায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পর পরই আহবায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আমিরুজ্জামান আমির। এর এক সপ্তাহ পর পুনর্বিন্যাস করা হলো কুমিল্লা মহানগর বিএনপি। এতে আহবায়কের পদ পেলেন পূর্বে সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পাওয়া শওকত আলী বকুল।
এক প্রতিক্রিয়ায় কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক জানান, দলের গঠনতন্ত্র মোতাবেকই এক নম্বর যুগ্ম আহবায়ক শওকত আলী বকুলকে আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শওকত আলী বকুল বলেন, মহান রাব্বুল আল আমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা সততা নিষ্ঠা ও ইমানের সাথে পালন করবো।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি বিএনপির সাথে আছি। দল আমাকে মূল্যায়ন করেছে। দলের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বিলিয়ে দিতে হলেও তা-ই করবো।