ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশসহ উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দেবিদ্বারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী  উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন। নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। পাশাপাশি সেখান থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে উদ্যোগগুলো আরও উন্নয়নে প্রদক্ষেপ গ্রহণের জন্য সিন্ধান্ত নেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সবার জন্য বিদ্যুৎ, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, আশ্রয়ণ প্রকল্প, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ ও আমার বাড়ি আমার খামার এসব বিষয়ে ১০টি গ্রুপে ভাগ হয়ে তাদের মতামত তুলে ধরেন।