ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শত্রুদের যে কঠোর হুশিয়ারি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট
Published : Wednesday, 8 June, 2022 at 12:35 PM
শত্রুদের যে কঠোর হুশিয়ারি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্টরাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ তার দেশের শত্রুদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।

রাশিয়ার শত্রুদের ‘পাগল’ আখ্যা দিয়ে তিনি বলেন, শত্রুদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।

মেদভেদেভ বলেন, আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়— কেন টেলিগ্রামে আমার পোস্টগুলো এত দ্রুত ছড়িয়ে পড়ে। আমি উত্তরে বলি— আমি তাদের ঘৃণা করি। তারা পাগল। তারা রাশিয়ার জন্য মৃত্যু চায়। আর আমি যতদিন বেঁচে আছি, তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

সাবেক এই রুশ প্রেসিডেন্ট তার বিভিন্ন পোস্টে প্রায়ই ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করে থাকেন। তবে সবশেষ এই কথাগুলো তিনি কাদের উদ্দেশ্যে বলেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

আগের পোস্টগুলোতে মেদভেদেভ ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেনকে ‘ইউরোপের অ্যান্টি উরসুলা নামে সম্বোধন করেছেন। একই সঙ্গে ন্যাটোর নীতিগুলোকে ‘মহাজাগতিক (কসমিক) ক্রেটিনিজম’ হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের ‘মংগ্রেল (এক ধরনের কুকুর ছানা’ আখ্যা দিয়েছেন। আর দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির চোখ নিয়ে তিনি প্রায়ই ‘ওগুলো মাদকের আগুনে জ্বলছে’।

সূত্র: আলজাজিরা