Published : Thursday, 9 June, 2022 at 12:00 AM, Update: 09.06.2022 1:41:01 AM
বশিরুল ইসলাম:
গতকাল ৭জুন বুধবার বিকাল ৪টায় কুমিল্লা মহানগরীর ১নং ওয়ার্ড বিষ্ণুপুর ও ভাটপাড়া এলাকায় গণসংযোগ করেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর সহধর্মিণী আফরোজা জেসমিন টিকলী। তিনি ভোটারদের নিকট মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর জন্য টেবিল ঘড়ি মার্কায় ভোট চান ।
এসময় তিনি ভোটারদের বলেন, মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অনেকে মিথ্যা প্রচার চালাচ্ছে সেই কারণে বলতে হয় এবং কুমিল্লার উন্নয়ন সম্পর্কে অনেকে জানতে চায়। কুমিল্লার উন্নয়ন প্রশ্নে বলা হয় মনিরুল হক সাক্কু নাকি কুমিল্লা মহানগরীতে কোন স্কুল কলেজ করে নাই। আমি বলব সাক্কু ভাই কুমিল্লা সিটি কর্পোরেশনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের ভবন নির্মাণসহ আর্থিকভাবে প্রচুর সহযোগিতা করেছেন। যেমন হাজী আক্রাম উদ্দিন হাইস্কুলে ভবন, চৌয়ারা গার্লস স্কুলের ভবন, কালেক্টরেট স্কুলের ভবন, সংরাইশে সালেহা স্কুলের ভবন, তালপুকুরপাড় প্রাইমারী স্কুলের ভবন নির্মাণ করেছেন, বঙ্গবন্ধু ল কলেজে ২টি ফ্লোর নির্মাণ। এ ছাড়া কুমিল্লা জিলা স্কুলের তোরণ নির্মাণ, নবাব ফয়জুুন্নেছা স্কুলের তোরণ ও শহীদ মিনার নির্মাণ, সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণ সহ ধর্মীয় ভবন নির্মাণে আর্থিক সহায়তা করেছেন । তাছাড়াও নগরীতে ৮টি স্বাস্থ্য কেন্দ্র, পথ শিশুদের জন্য অবকাশ স্কুল, আর্ট স্কুল, যাদু ঘর, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ নির্মাণসহ অসংখ্য উন্নয়নমুলক কাজ করেছেন আপনাদের প্রিয় নেতা, প্রিয় ব্যক্তি মনিরুল হক সাক্কু। আমি আপনাদের শুধু একটি কথাই বলব যেটি আমি সব সময় বলে থাকি সেটি হলো আমি মনিরুল হক সাক্কুর সেবা করবো মনিরুল হক সাক্কু আপনাদের সেবা করবে।
আপনারা ১৫ তারিখ সকাল বেলা ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের প্রিয় নেতা প্রিয় ভাই মনিরুল হক সাক্কুকে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিবেন। সেখানে চার নম্বরে সাদা বাটন পাশে টেবিল ঘড়ি মার্কা দেখবেন সেখানে চাপ দিবেন তারপর সবুজ বাতি জলার পর সবুজবাতিতে আবার চাপ দিবেন। এরপর আপনি নিশ্চিত হবেন আপনার ভোট সম্পন্ন হয়েছে। অন্যথায় আপনি ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। আপনাকে অনেকে বলতে পারে আপনার ভোট দেওয়া শেষ হয়ে গেছে আপনি নিশ্চিত না হয়ে গুজবে কান দিবেন না।
আলমাস আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মনিরুল হক সাক্কুর ছোট বোন নাজমা হক নিনা, বড় ভাইয়ের স্ত্রী মায়া, জেসমিন, মুক্তা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, যুথি, সিনিয়র নেত্রী হোসনেয়ারা, মাহমুদাসহ মহিলা ভোটারগণ।