শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের ওয়েলস বধ
Published : Friday, 10 June, 2022 at 12:00 AM
উয়েফা
নেশন্স লিগে দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। দীর্ঘ ৬৪ বছর
পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ওয়েলসকে ২-১ ব্যবধানে হারিয়েছে লুইস ভ্যান
গালের শিষ্যরা।
ম্যাচের ১৩তম মিনিটে প্রথম সুযোগ পায় ওয়েলস। কিন্তু
রডনের দুর্বল হেডে গোলপোস্ট ভেদ করতে পারেনি। ৪৪তম মিনিটে সুযোগ পায়
নেদারল্যান্ডস। কডি গাকপোর শট ঠেকিয়ে দেন মেফাম।
বিরতির পর চার মিনিটের
মাথায় গোল পায় নেদারল্যান্ডস। নিচু শটে বল জালে জড়ান টিউন কোপমেইনার্স।
ম্যাচের একদম শেষ মূহুর্তে রাইস নরিংটস ডেভিসের গোলে সমতায় ওয়েলস। তবে এর
মিনিট দুয়েক পরেই দারুণ এক হেডে ওয়েলসের জাল খুঁজে নেন বৌত ভেঘোর্স্ট। এতে
২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।