Published : Friday, 10 June, 2022 at 12:00 AM, Update: 10.06.2022 1:16:14 AM

বিশ্ব ফুটবলে নিজেদের অন্য এক
উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারে
সম্ভাব্য সব ট্রফি জেতা হলেও জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ ট্রফি এখনো
ছুৃঁতে পারেননি এই দুই মহাতারকা। মেসি-রোনালদো থেকে নেইমার-ক্লাব ফুটবলেও
তিনিও জিতেছেন সম্ভাব্য সব ট্রফি কিন্তু ব্রাজিলিয়ান এই তারকাও পারেননি
পাঁচবারের চ্যাম্পিয়নদের সোনালী ট্রফির স্বাদ এনে দিতে।
মেসি-রোনালদো-নেইমাররা যে ট্রফি একটিবার ছুঁয়ে দেখতে, সোনালী ট্রফিতে চুমু আকঁতে দিনের পর দিন কঠোর পরিশ্রম ও সাধনা করে যাচ্ছেন।
সেই
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশি সমর্থকদের সামনে। যে ট্রফি ভাগ করে দেয় গোটা
বিশ্বকে, যে ট্রফির জন্য এত মাতামাতি, সেই শ্রেষ্ঠত্বের স্মারক একদম কাছ
থেকে দেখা এবং ছবি তোলার সুযোগ পেয়েছে ভাগ্যবান কিছু ফুটবলপ্রেমীরা।
সোনালী
ট্রফির সাক্ষাৎ নিতে সকাল থেকেই রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ভিড় জমায়
সমর্থকেরা। হোটেলের বলরুমের বাইরে থেকে গেইট পর্যন্ত দাঁড়িয়ে থেকে লম্বা
লাইন পার করে যখন ট্রফির এত কাছে যাচ্ছেন তখন চোখে-মুখে কিছু একটা পাওয়ার
ঝলকানি দিচ্ছে। বিশ্ব ফুটবলের স্বপ্নের ট্রফি এত কাছ থেকে দেখতে পাওয়াও যে
বড় ভাগ্যের ব্যাপার। একটি করেই ছবি তুলার সুযোগ পেয়েছেন তারা। ছবি তোলার পর
আনন্দ দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে। ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে নানান
বয়সের নারী ও পুরুষ সমর্থকরা এসেছিলেন ট্রফির সঙ্গে ছবি তুলতে। যদিও ভারি ও
টানা বৃষ্টি বাগরা বাঁধিয়েছে। এটা নিয়েও খানিকটা আফসোস ঝরেছে সমর্থকদের
কন্ঠে।
ওমায়েস সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। বিশ্বকাপ
ট্রফি দেখতে এসেছেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। প্রথমবারের মত এই ট্রফি
দেখতে পেয়ে আনন্দের যেনো শেষ নেই তার। কালের কন্ঠক তিনি বলেন,'কেমন লাগছে
তা বলে বোঝাতে পারবো না। বিশ্বকাপের ট্রফি কাছ দেখার স্বপ্ন প্রতিটি
সমর্থকের থাকে। একজন ফুটবল ফ্যান হিসেবে স্বপ্ন ছিল বিশ্বকাপের ট্রফি কাছ
থেকে দেখবো। কখনও ভাবিনি কাছ থেকে দেখতে পাবো। বাংলাদেশে ট্রফি এসেছে। কাছ
থেকে ছবি তুলেছি। অনেক ভালো লাগছে। '
খিলগাও গোড়ান থেকে বিশ্বকাপ ট্রফি
দেখতে এসেছেন কাজী ইরতেজা আহবার। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে
এমন স্বপ্ন বুনছেন এই সমর্থক,'আর্জেন্টিনা ভালো পারফরম্যান্সে আছে। মেসিও
দারুণ খেলছে। ইতালির বিপক্ষে ম্যাচ দেখেছি। এবারই প্রথম ট্রফি দেখলাম।
বাংলাদেশের খেলা কম দেখা হয়েছে। জামাল ভূঁইয়া আমার বাংলাদেশের খেলোয়াড়দের
মধ্যে অন্যতম ফেভারিট। পরিবেশটা আরও ভালো হতে পারতো। বৃষ্টির কারণে কিছুটা
তছনছ হয়ে গেছে। এছাড়া আয়োজন ভালো হয়েছে। '
উত্তরা থেকে এসেছেন শরিফ
হোসেন। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে খুশি এই
ছাত্র,'বিশ্বকাপ ফুটবলের ট্রফির সঙ্গে ছবি তুললাম। ভালো লাগছে। বিশ্ব
ফুটবলে স্পেনকে সমর্থন করি। জেরার্ড পিকে আমার ফেভারিট। স্পেন ভালো দল।
তাদের খেলা ভালো লাগে। '
ছেলেদের পাশাপাশি এসেছে মেয়ে সমর্থকেরাও।
ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ুয়া মুছরেহা জাহান ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত।
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার পর জানালেন, কাতার বিশ্বকাপের শিরোপা
জিতবে ব্রাজিল। তিনি আরও বলেন,'ব্রাজিল ৫ বার নিয়েছে। ষষ্ঠবারও নেবে।
আমাদের আত্মবিশ্বাস আছে। ব্রাজিল ট্রফি নেবেই। আমি অনেক আগ্রহী ছিলাম ছবি
তোলার জন্য। বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার বাসায় জানেও না এখানে এসেছি।
আমরা (বাংলাদেশ) তো বিশ্বকাপে যেতে পারছি না। বেশি দেখা হয় ক্লাব ফুটবল। '