গত ৮ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। কিন্তু কাতার যেতেই পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অবস্থায় সফর বাদ দিয়ে দেশে ফিরে এসেছেন বিসিবির এই ডিরেক্টর। তার পরিবর্তে কে যাচ্ছেন, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিজ খরচে খেলা দেখতে ক্যারিবিয়ান দ্বীপে যাচ্ছেন বিসিবির পরিচালক ওবায়েদ নিজাম।
এ ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘তার (সুজন) প্রেশার খুব লো হয়ে গেছে। এজন্য মাঝপথেই সুজন ভাই দেশে ফিরে এসেছেন। এখন বাসায় আছেন। তার পরিবর্তে কে যাচ্ছেন, তা এখনও ঠিক হয়নি।’
এ সময় সুজনের ফেরা ও নিজামের যাওয়ার মধ্যে কোনও যোগসূত্র নেই বলে জানালেন তিনি, ‘ওবায়েদ নিজাম ভাইয়ের আগেই যাওয়া ঠিক ছিল। উনি নিজ খরচে যাচ্ছেন। প্রথম টেস্ট দেখে সম্ভবত ফিরবেন। সুজন ভাঈয়ের সঙ্গে তার যাওয়ার কোনও যোগসূত্র নেই।’
আগামী ১৬ জুন বাংলাদেশ প্রথম টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এর আগেই টিম ডিরেক্টরের ভারপ্রাপ্ত দায়িত্বটা হয়তো কেউ পেয়ে যাবেন। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দেশে ফিরলেই হয়তো সিদ্ধান্তটা নেওয়া হবে।