দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক (অউ) হিসেবে গেজেটভুক্ত হয়েছেন কুমিল্লার সন্তান মোঃ রাজু আহমেদ।
রাজু আহমেদ কুমিল্লার সদর উপজেলার উত্তর বাগবের গ্রামের মোঃ সুরুজ মিয়ার সন্তান। তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা রেহানা বেগম ছিলেন একজন গৃহিণী।
তিনি কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবি ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র ছিলেন এবং নানান সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
এর আগে তিনি ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবং আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
কুমিল্লার কৃতি সন্তান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাংবাদিক, শিক্ষক এবং তার বন্ধুবান্ধবসহ বিভিন্ন পেশার মানুষ তাকে প্রাণঢালা অভিনন্দন জানান।