কুমিল্লার দেবিদ্বারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জহির নিজামী নামে এক কিশোরকে পিটিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার গোমতী আবাসিক এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহিরের বড় ভাই রফিক নিজামী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করে রোববার রাতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত জহির নিজামী পৌর এলাকার বারেরা গ্রামের শহিদ নিজামীর ছেলে। সে সদর এলাকার প্রাইভেট এ্যাম্বুল্যান্স চালক।
অভিযোগপত্রে বাদী রফিক নিজামী লিখেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিমেল, শুভ, লিয়ন, মেহেদী, রামিম, ইমনসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ মিলে জহিরকে বেল্ট দিয়ে পিটিয়ে জখম করে। কিশোর গ্যাংয়ের হামলায় আহত জহির নিজামী বলেন, দুই দিন আগে আমার ছোট ভাইয়ের সাথে ঝগড়া দ্বন্ধ নিয়ে অভিযুক্তরা আমাকে একা পেয়ে এলোপাতারী মারধর করে। তাঁরা আমার পিঠে পেন্টের কোমরের বেল্ট দিয়ে মারতে থাকে এবং আমার ভাইয়ের বিদেশে যাওয়ার দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তাদের সবার বাড়ি বানিয়াপাড়া ও গোমতী আবাসিক এলাকায়।
এলাকাবাসী জানান, অভিযুক্তরা চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য। তারা এর আগেও লিমন নামে এক কিশোরকে কুপিয়ে আহত করেছে। তাদের নামে থানায় মামলা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার করতে মারামারি, তাণ্ডব, জনমনে আতঙ্ক সৃষ্টি ও হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে গ্যাং হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কিশোর গ্যাংয়ের অত্যাচারে এলাকার নিরীহ মানুষ আতঙ্কিত জীবন যাপন করছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।