ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উইন্ডিজে যাওয়া হলো না সুজনের
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে যোগ দেওয়া হলো না বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। শারীরিক অসুস্থতার কারণে কাতারের দোহা থেকে দেশে ফিরে এসেছেন তিনি।
গত ৮ জুন তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।
বাকি দুইজন উইন্ডিজে পৌঁছে গেলেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন সুজন। রক্তচাপজনিত সমস্যার কারণে কাতারের দোহায় ট্রানজিট থেকে আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি তিনি, দেশে ফিরে এসেছেন।
সুজন বর্তমানে নিজ বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সুজন ভাই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কাতার থেকে দেশে ফিরে এসেছেন। ডাক্তারের পরামর্শে বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।’