পোপ-রুটের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের লিড
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
৪৬৩
রানে পিছিয়ে থেকে রবিবার তৃতীয় দিন শুরু করেছিল স্বাগতিক ইংল্যান্ড।
দিনশেষে অলি পোপ ও জো রুটের জোড়া সেঞ্চুরিতে ৮০ রানের লিড নিয়েছে তারা। পোপ
১৪৫ রানে আউট হলেও ডাবল সেঞ্চুরির পথেই আছেন রুট। ১৬৩ রান নিয়ে সোমবার
চতুর্থ দিন শুরু করবেন ইংলিশ এই ব্যাটার।
ড্যারিল মিচেলের ১৯০ ও টম
ব্লান্ডেলের ১০৬ রানের উপর দাঁড়িয়ে নিউজিল্যান্ড ৫৫৩ রান করে। জবাবে খেলতে
নেমে শনিবার শুরুতেই ওপেনার জ্যাক ক্রাউলি (৪) হারায় স্বাগতিকরা। যদিও শেষ
বিকালে দ্বিতীয় উইকেটে ৮৪ রান তুলে অবিচ্ছন্ন থাকেন অ্যালেক্স লিস (৩৪) ও
অলি পোপ (৫১)। তবে রবিবার অ্যালেক্স লিস নিজের ইনিংসটাকে খুব বড় করতে
পারেননি। ৬৭ রান করেই আউট হন ইংলিশ এই ওপেনার। তার আগে অবশ্য অলি পোপের
সঙ্গে ১০১ রানের জুটি গড়েন।
অ্যালেক্স লিস আউট হওয়ার পর জো রুটকে সঙ্গে
নিয়ে অলি পোপ তৃতীয় উইকেটে ১৮৭ রানের জুটি গড়েন। পোপ ২৩৯ বলে ১৩ চার ও ৩
ছক্কায় ১৬৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে শিকার হন। ১০ রানের ব্যবধানে জনি
বেয়ারস্টো (৮) সাজঘরে ফেরেন। এরপর বেন স্টোকসকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে
৬১ রানের জুটি গড়েন রুট। ৩৩ বলে ৪৬ রান করে বেন স্টোকস আউট হলে শেষ বিকালে
আর কোন বিপদ ঘটেনি। জো রুট (১৬৩) এবং বেন ফোকস (২৪) অবিচ্ছিন্ন থেকে দিনটা
পার করেছেন। ২০০ বল খেলে ১৬৩ রান করেছেন রুট, আছে ২৫ টি চার।
কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ম্যাট হেনরি ও মাইকেল ব্রেসওয়েল নিয়েছেন একটি করে উইকেট।