ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চেকদের হারিয়ে স্পেনের টানা দুই
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
এবারের নেশন্স লিগে দ্বিতীয় জয়ের দেখা পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আসরের প্রথম দুই ম্যাচেই ড্র করা স্পেন টানা দুই ম্যাচ জয়ের হাসি হাসল। ম্যাচ জুড়ে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও দরকারি দুটি গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা।
রোববার রাতে 'এ' লিগের দুই নাম্বার গ্রুপের ম্যাচে মালাগার মাঠে চেক রিপাবলিককে ২-০ ব্যবধানে হারিয়েছে স্পেন।
গোল দুটি করেছেন কারলোস সোলার ও পাবলো সারাবিয়া। এর আগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এই সারাবিয়ার একমাত্র গোলে জিতেছিল স্পেন।
আগের ম্যাচে সুইজারল্যান্ডকে হারানোয় এ ম্যাচে সেরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে স্পেন। তবে আক্রমণ ভাগের বিবর্ণ রূপ বদলেনি আজও। দুটি গোল পেলেও মোরাতা-আসেনসিওরা ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থেকে মাত্র চারটি শট নেয় স্পেন। যার লক্ষ্যে থাকে একটি। দ্বিতীয়ার্ধেও এর ব্যতিক্রম ছিলনা। আক্রমণে উঠেই খেই হারিয়েছে লুইস এনরিকের দল। তাই এই অর্ধে একটির বেশি গোল করতে পারেনি।  
ম্যাচের ২৪ মিনিটে মার্কো আসেনসিওর অ্যাসিস্টে গোল করেন কারলোস সোলার। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি, চেকরাও পারেনি ম্যাচে ফিরতে। দ্বিতীয়ার্ধে বদলি নামা পাবলো সারাবিয়ার গোলে জয় নিশ্চিত হয় স্প্যানিশদের।
চার ম্যাচে দুই ড্র ও দুই জয়ে আট পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। চার পয়েন্ট নিয়ে তিনে চেল রিপাবলিক। চার ম্যাচের দুটিতে জয় এবং এক জয় ও হারে ৭ পয়েন্টে দুইয়ে পর্তুগাল। চার ম্যাচে এক জয় ও তিন হারে তিন পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।