ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাদাবের আলোয় ম্লান পুরানের ওয়েস্ট ইন্ডিজ
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
ওয়ানডেতে কেবল ৩ বল করার অভিজ্ঞতা ছিল নিকোলাস পুরানের। ব্যাটার হিসেবে পরিচিত ক্যারিবীয় এই অধিনায়কই চমক দেখালেন তৃতীয় ওয়ানডেতে। তার ঘূর্ণি জাদুর দিন অবশ্য হোয়াইটওয়াশ এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে ডি/এল মেথডে তাদের ৫৩ রানে হারিয়েছে পাকিস্তান।  
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতে পুরানের স্পিন বিষে খেই হারিয়ে ফেলেছিল। ৬২ রান করা ওপেনার ইমাম ও ৩৫ রান করা ফখর জামানও বিদায় নেয় তার অফস্পিনিংয়ে। পরে দ্রুত ফেরা তিনজনের দুজনেও এই স্পিনারের কাছেই অসহায় আত্মসমর্পণ করেছেন। অধিনায়ক বাবর তো ফিরেছেন ১ রানে। ১১৭ রানে ৫ উইকেট পড়বার পর নিজের ব্যাটিং সত্ত্বায় জ্বলে উঠেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। তার ৭৮ বলে খেলা ৮৬ রানের দায়িত্বশীল ইনিংসে পাকিস্তানের স্কোরটা বড় হতে পেরেছে। ৪৮ ওভারে ৯ উইকেটে করেছে ২৬৯ রান। অবশ্য ধূলিঝড়ের কারণে ইনিংসের পরিধি কমে আসে ৪৮ ওভার।
পুরান ৪৮ রান দিয়ে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৪ উইকেট। ৫৭ রানে ২টি নেন কিমো পল।  
জবাবে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ আবারও শাদাব খানের কাছেই আত্মসমর্পণ করে। তার ঘূর্ণিতে ক্যারিবীয়রা ৩৭.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে গেছে। সর্বোচ্চ স্কোরার ছিলেন শুধু আকিল হোসেন। ৩৭ বলে ৬০ রান করেছেন। লেগ স্পিনার শাদাব ৬২ রানে নেন ৪ উইকেট। ২৯ রানে দুটি নেন পেসার হাসান আলী। নওয়াজও ৫৬ রানে নেন দুটি উইকেট। ব্যাট-বলে নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা শাদাব খান। ১৯৯ রান নিয়ে সিরিজ সেরা ইমাম উল হক।
ক্লিন সুইপের (৩-০) ফলে ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ ৩০টি পয়েন্ট পেয়েছে পাকিস্তান। এখন তাদের অর্জন ৯০ পয়েন্ট। ১৩ দলের টেবিলে স্বাগতিকদের অবস্থান এখন চারে। ৮০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।