ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩ দিনে কুবি শিক্ষার্থীর মামুনের সাইকেলে ৩৬৬ কি.মি. পাড়ি
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
সাইকেল চালাই শখের বশে। শখ থেকেই সাইকেলে করে ছুটে বেড়াই। সাইক্লিং তারুণ্যেরও প্রতীক। সাইকেল তরুণদের কাছে নেশার মতো কাজ করে। এতে মায়া আছে। যারা সাইক্লিং করে তারা শুধু সমতলেই নয়; পাহাড়, নদী পেরিয়ে সাইকেলে চেপে বহু দূরের পথ পাড়ি দেওয়ার নেশায় বুঁদ হয়ে থাকেন।’
বাইসাইকেলে ৩৩৬ কিলোমিটার পরিভ্রমণ শেষে এমনই অনুভূতির কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। এ কৃতিত্ব অর্জন করতে তিনি সময় নিয়েছেন মাত্র ৩ দিন।
মামুন জানান, গত ৯ জুন সকাল ১১.৩০ মিনিটের দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাইসাইকেল চালিয়ে সিলেটের শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রথমে কুমিল্লা জেলা দিয়ে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ পর্যায়ক্রমে একে একে শ্রীমঙ্গল ভ্রমণ শেষ করেন এই তরুণ।
ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে মামুন বলেন, ‘স্বপ্ন বাস্তবায়নে মন থেকে ইচ্ছাশক্তি সঞ্চয় করে শুরু করুন। গ্রামবাংলার সৌন্দর্য কত যে অপূর্ব, শ্রীমঙ্গল না ঘুরলে সেটি বোঝা যাবে না। পৃথিবীতে বাংলাদেশের মতো এমন প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আর আছে কিনা তা আমার জানা নেই। ভ্রমণটি আমার জন্য উপভোগ্য ছিল। দিবা রাত্রি সাইকেলিং ছিল এক অনন্য অভিজ্ঞতা।’