ময়নামতি রেজিমেন্টের সেরা প্লাটুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন আমার রেজিমেন্টের সেরা প্লাটুন। তাই এই প্লাটুনের দায়িত্বও অনেক বেশি। এত ব্যস্ততার পরেও যখন তোমরা বিএনসিসি কর, এটা দেখে আমার লাগে। এটি খুবই ভাল কাজ।'
সোমবার (১৩ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনেরর ৮ম ক্যাডেট কর্পোরাল ও লেন্স কর্পোরাল পদোন্নতি প্রদানের সময় এসব মন্তব্য করেন ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরের কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল কামরুল ইসলাম।
ভবিষ্যতে আরো বিএনসিসি প্লাটুন এখানে খোলা হবে মন্তব্য করে তিনি বলেন, সামনে ময়নামতি রেজিমেন্ট থেকে প্রতি বছর ২৫ ক্যাডেট বিদেশ ভ্রমণের সুযোগ পাবে। তোমরা অনার্স শেষ করার পর সেনাবাহিনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবা। বিএনসিসি প্রতি সরকার পজিটিভ মনোভাব আছে। সারা দেশের রানিং ২৬ হাজার ক্যাডের হল সেকেন্ড ডিফেল্স লাইন। তাই তোমরা দেশের উন্নয়েন জন্য নিজেদের গড়ে তোল। এ সময় উপস্থিত ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট প্রফোসর ড. শামিমুল ইসাম ও পিও প্রফেসর শামসুন্নাহার।
উল্লেখ্য, কুবি বিএনসিসি প্লাটুন থেকে ৩ জন ক্যাডেট কর্পোরাল ও ৩ জন লেন্স কর্পোরাল পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্তরা হলেন ক্যাডেট কর্পোরাল আশরাফুল ইসলাম, সফিকুল ইসলাম ও হায়দার মাহমুদ। লেন্স কর্পোরাল হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু জাফর, শামীম সাদী ও শামিম আশরাফ।