ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে হাজী কামাল উদ্দিন মাষ্টারের প্যানেলের জয়
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক।। সোমবার ১৩ জুন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর
ঐতিহ্য বাহি ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা ( ম্যানেজিং) কমিটির
নির্বাচন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবকদের ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণ যোগ্য করতে বুড়িচং থানার বিপুল সংখ্যক
পুলিশ বাহিনী কঠোর অবস্থানে নিয়োজিত থেকে ভোট নেন। প্রিজাইডিং অফিসার
হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
নির্বাচনে সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
মোস্তাফিজুর রহমান।
অভিভাবকদের মোট ভোট হল ৫২০ জন এর মধ্যে ভোট কাস্ট হল ৪৭৮ জনের। ভোট বাতিল হল ১৫ টি।
নির্বাচনে
দুই টি প্যানেল অংশ গ্রহণ করে একটি হল সাবেক সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন
মাষ্টার এবং মোঃ মোস্তাফিজুর রহমান প্যানেল। এর মধ্যে বিদ্যালয়ের সাবেক
সভাপতি জন প্রিয় হাজী মোঃ কামাল উদ্দিন এর পুরো প্যানেল বিজয় লাভ করে।
হাজী
মোঃ কামাল উদ্দিন মাষ্টার প্যানেলের মাহবুব আলম ৩৩০ ভোট পেয়ে প্রথম হন,
মোঃ বাবুল হোসেন ৩২৭ ভোট পেয়ে ২য় হন, কামাল তালুকদার ৩২৩ ভোট পেয়ে ৩য় হন
এবং মহিলা সদস্য মোসাঃ রিংকু আক্তার ৩২৯ ভোট পেয়ে নারীদের মধ্যে প্রথম হন।
শিক্ষক প্রতিনিধি গন হল মোঃ মোশাররফ হোসাইন, মোঃ শাহ জাহান ও কাজী সাইমা আক্তার।
এদিকে
বিকাল ৫ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন প্রিজাইডিং
অফিসার মোঃ আব্দুল মান্নান বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে অতিরিক্ত দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফ আজম।
নির্বাচন শুরুতে হাজী মোঃ কামাল উদ্দিন মাষ্টার প্যানেলকে বিজয় লাভ
করাতে নিরলস ভাবে কাজ করে আসছেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ
আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ
আব্দুল হক ওরফে নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
মোঃ জয়নাল হোসেন শামীম , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান, সাবেক সহকারী
প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের শিক্ষানুরাগী, বর্তমান দাতা সদস্য মোঃ
হাবিবুর রহমান বাবুল মাষ্টার, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ
মিজানুর রহমান লিটন,এডভোকেট,আব্দুল আলিম, এডভোকেট আরিফুর রহমান, আওয়ামী লীগ
নেতা স্বপন কুমার সাহা, মাওলানা মোঃ মীর হোসেন, এডভোকেট জহিরুল ইসলাম।
এপ্যানেলের
সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থেকে নির্বাচন কে সুষ্ঠু সুন্দর এবং হাজী মোঃ
কামাল উদ্দিন মাষ্টার কে বিজয় লাভ করাতে কাজ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ
রেজাউল করিম রকিব, গোলাম ছামদানী, মোঃ মোস্তফা মেম্বার, তফাজ্জল হোসেন
মেম্বার, সামসুল আলম মেম্বার, জামতলার হেলান উদ্দিন, আইয়ূব খান, কবির
আহমেদ, মনির হোসাইন, আব্দুল বারেক, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল সাকি সবুজ,
রকিবুল আলম মেম্বার, শাহাদাত হোসেন মেম্বার আবু জাহের মেম্বার, পালটি
রাজাপুরের মোতালেব হোসেন মাষ্টার প্রমুখ।