ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দালালকে জরিমানা
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM, Update: 14.06.2022 2:09:05 AM
দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দালালকে জরিমানা আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলো রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে দীর্ঘদিন দালালদের উৎপাত বেড়ে চলছে। অভিযোগ রয়েছে হাসপাতালে কর্তব্যরতদের পৃষ্ঠপোষকতায় অবস্থান করছিলো ওইসব দালালরা।
অবশেষে রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার নেতৃত্বে ও গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সহায়তায় হাসপাতাল আঙ্গিনায় থেকে ২ জন পুরুষ এবং ৫ নারীসহ মোট ৭ দালালকে আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার শাহিন (২০), মুসলেউদ্দিন (৩৯), সেলিনা বেগম (৫০), নিপা বেগম (২০),হাজেরা বেগম (৩১), নুরুন্নাহার (৪০) এবং রেহেনা (৩০)।
হাসপাতালে আগত রোগীর স্বজনরা জানান, ওইসব দালাল বিভিন্ন বেসরকারি হাসপাতালের হয়ে হাসপাতালের জরুরি ও বর্হিবিভাগে আসা যাওয়া করে। তারা রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।তারা জানান, ইতোপূর্বে দালালদের খপ্পরে পড়ে প্রাণও হারিয়েছেন অনেক রোগী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ দালালদের দৌরাত্ম্য বেড়েই চলছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২জন পুরুষ এবং ৫ জন মহিলাসহ মোট ৭ জন দালাল চক্রের সদস্যদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন গৌরীপুরে অবস্থিত যমুনা, মেঘনা, সম্রাট, নিউ মডেলে তাহারা কাজ করতেন। তিনি আরো জানান,আটককৃত দালাল সদস্যদের নগদ ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং একই কাজ ভবিষ্যতে করবে না এই মর্মে মুচলেকা নেওয়া হয়।

এব্যাপারে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। তবে দালালরা আটক হোক তিনিও সেটা চান।