ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মক ভোটিংয়ে কুমিল্লার ভোটারদের সাড়া নেই
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM, Update: 14.06.2022 2:09:36 AM
মক ভোটিংয়ে কুমিল্লার ভোটারদের সাড়া নেইনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে। ভোটের দুইদিন আগে সোমবার (১৩ জুন) সকাল থেকে বিকাল বিকাল পর্যন্ত নগরীর প্রতিটি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হয় মক ভোটিং। ইভিএম মেশিনে ভোট প্রদানের প্রশিক্ষণ হিসেবে এই ভোটিং কার্যক্রমের আয়োজন করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই মক ভোটিংয়ে ভোটারদের তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। কেন্দ্রগুলোতেও মানুষের উপস্থিতি ছিলো অপ্রতুল।
সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, মক ভোটিংয়ে সাধারণ মানুষদের তেমন উপস্থিতি দেখা নাই। তবে যারাই এসেছেন- এই প্রস্তুতিতে তারা সন্তুষ্টি জানিয়েছেন ইভিএমে ভোট পদ্ধতিতে। ভোটাররার জানান, ব্যালটের চেয়ে সহজে এবং দ্রুত ভোট দিতে পেরেছেন তারা।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।