ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিইসির পদত্যাগ দাবি করলেন কায়সার
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM, Update: 14.06.2022 2:09:46 AM
সিইসির পদত্যাগ দাবি করলেন কায়সারনিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ দাবি করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। তিনি বলেছেন, এতোদিন আমরা কুমিল্লার মানুষ সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেক আশাবাদী ছিলাম। কিন্তু গতকালকে (রবিবার) আমাদের সদর আসনের সংসদ সদস্যের এলাকা না ছাড়া নিয়ে তিনি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যেভাবে অসহায়ত্ব প্রকাশ করেছেন এর ফলে আমরা কুমিল্লার মানুষ এতোদিন পর্যন্ত যে আশা নিয়েছিলাম- আমরা এখন হতাশ। উনার অসহায়ত্ব মানে পুরো প্রশাসনে অসহায়ত্ব, নির্বাচন কমিশনের অসহায়ত্ব। তাই আমি তাঁকে বলতে চাই, উনার অতীত কর্মকাণ্ড, সততা নিষ্ঠা এবং সাহস থেকে কুমিল্লার মানুষ আশান্বিত হয়েছিল যে নির্বাচন সুষ্ঠু হবে। কোনো চাপের কারণে যদি উনার নির্বাচনটা সুষ্ঠু করতে অসুবিধা হয়, সীমাবদ্ধতা থাকে তাহলে উনার সততা এবং সাহস ধরে রেখে তার পদ থেকে সরে গেলে কুমিল্লার মানুষ অনেক খুশি হবে। যদি উনি মনে করে সরকার উনাকে কাজ করতে দিচ্ছে না, তাহলে আমি উনাকে অনুরোধ করবো উনার কোথায় ব্যর্থতা সেটা স্বীকার করে উনি পদত্যাগ করুক। আমরা তাকে স্বাগত জানাবো। তাই আমি এই মুহূর্তে উনার গতকালের অসহায়ত্বের কারণে আমি উনার পদত্যাগ দাবি জানাচ্ছি।
গতকাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে একটি অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে বহিরাগত লোকজন সিটি এলাকায় মহড়া দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। অভিযোগ দেওয়ার পর কায়সার সাংবাদিকদের আরো বলেন, নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে এসে লক্ষ্য করছি নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অলি-গলিতে ক্যাডাররা মহড়া দিচ্ছে। বিভিন্ন হত্যা মামলার চিহ্নিত আসামীরাও প্রকাশ্যে আসছে। এতে ভোটারদের মাঝে ভয় ও শংকা বাড়ছে। এ বিষয়ে শেষ মুহূর্তে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি।
এসময় তিনি বলেন, ইভিএম নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ থাকা সত্ত্বেও আমরা সিইসির আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহন করি। আমি দাবি করেছিলাম প্রতি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলের লিখিত বিবরণীর সঙ্গে মাস্টার ইভিএম এর প্রিন্ট কপি (সকল বুথের সম্মিলিত ফলাফলের প্রিন্ট কপি) সংযুক্ত আকারে প্রার্থীর পোলিং এজেন্টকে সরবরাহ করার জন্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করা হলে জনমনে শংকা থেকেই যাবে।