কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন কাল বুধবার। ভোট সুষ্ঠভাবে শেষ করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমসহ ভোটের নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা কুসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তা থেকে সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার সকাল থেকেই নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ২৭ টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হচ্ছে এ নির্বাচনী সরঞ্জাম।
কুসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ন করেছি।প্রতিটি কেন্দ্রে প্রয়োজনী নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো হচ্ছে। ভোটাররা কোন ভয় বা সংকোচন ছাড়া ভোট দিতে আসবেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রার্থীরা যেভাবে আচরনবিধি মেনে প্রচারনা চালিয়েছেন তেমনি নির্বাচনের দিনও সে শৃঙ্খলা বজায় রাখবেন। সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন হবে। এদিকে আগামীকাল অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং করেন। এসময় পুলিশ সুপার ফারুক আহম্মেদ বলেন, নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে। নগরীর অন্তত ৭৫টি জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে । ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, পাশাপাশি ভোটের মাঠে ৩ হাজার ৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজ থেকেই কাজ করছেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১৫ জুন সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।