ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোটারবিহীন নির্বাচন মেনে নিবো না: সাক্কু
Published : Tuesday, 14 June, 2022 at 7:05 PM
ভোটারবিহীন নির্বাচন মেনে নিবো না: সাক্কুকুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, নির্বাচনে কাকে ভোট দিবেন জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এখন নির্বাচনি পরিবেশের ব্যাপার। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে জনগণ কেন্দ্রে যাবে ভোট দিবে।মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।মনিরুল হক সাক্কু বলেন, এর আগের নির্বাচনেও দেখেছি কেন্দ্রের সামনে তিন/চার শ’ লোক দাঁড়িয়ে থাকে। এতের ভোটের পরিবেশ নষ্ট হয়, ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পায়। নির্বাচন কমিশন অনেক আশ্বাস দিচ্ছে, যদি তা প্রয়োগ না হয় তাহলে আমি কি ভাবে কি বলবো লেভেলপ্লেয়িং ফিল্ড থাকবে?নির্বাচনে যেকোনো ফলাফল মেনে নেবেন কি না- এমন প্রশ্নে সাক্কু বলেন, ভোটারদের উপস্থিতি অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই মেনে নেবো। কিন্তু ভোটাররা যদি কেন্দ্রে যেতে না পারে, ভোট দিতে না পারে... ভোটারবিহীন নির্বাচন আমি মেনে নেবো না।
কায়সার প্রার্থী হওয়ায় ভোট ভাগ হয়ে যেতে পারে কি না- এমন প্রশ্নে সাক্কু বলেন, তারা (কায়সারের সমর্থকরা) কখনোই আমাকে ভোট দিতো না। এবার কায়সারের ভোট নৌকায় যাবে না, উনার ভোট উনার কাছে যাবে- এটা আমার জন্য প্লাস পয়েন্ট।