ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কঠোর অবস্থানে প্রশাসন
Published : Wednesday, 15 June, 2022 at 12:00 AM
কঠোর অবস্থানে প্রশাসনতানভীর দিপু:
কুমিল্লা নগরীর ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটারের ভোটাধিকার নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব, বিজিব, আনসারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সমন্বিত দল ইতোমধ্যে দায়িত্বে নেমেছে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে।
এদিকে সংঘাতমুক্ত নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে মাঠে রয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
তিনি বলেন,  সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটের দিন ২৭ ওয়ার্ডের সব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন হাজার ৬০৮ জন সদস্য থাকবে। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩০টি টিম, ১০৫ কেন্দ্রে এক হাজার ২৬০ আনসার সদস্য ও এপিবিএনের ৫০ জন সদস্য নিরাপত্তা রক্ষায় নিয়জিত থাকবেন।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশন মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। মোট কেন্দ্র ১০৫টি। নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে গতকালও সাংবাদিকেদের সাথে মত বিনিময় কালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, বিএনপির দুই নেতার দ্বন্দ সংঘাত তৈরী করতে পারে। আওয়ামীলীগ কখনো কেন্দ্র দখল করে নির্বাচন করতে চায় না।
অপরদিকে স্বতন্ত্র প্রার্র্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার দু’জনেই অভিযোগ করে বলেন, ভোটের দিন কেন্দ্রের বাইরে বহিরাগতরা অবস্থান নিতে পারে। তারা ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা দিতে পারে। এজন্য নির্বাচন কমিশন সচেষ্ট থাকার দাবি করেন তারা।