কুমিল্লা
সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন (১৫ জুন) যে সকল শিক্ষা প্রতিষ্ঠান
কিংবা স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এসকল প্রতিষ্ঠান ছাড়া
অন্য কোনো প্রতিষ্ঠানে ছুটি থাকবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে
উপসচিব মো: মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,
‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন
সচিবালয়ের চাহিদা মোতাকে কুমিল্লা সিটি কর্পোরেশন, ৬টি পৌরসভার (
গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেট জেলার বিয়ানীবাজার,
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, মেহেরপুর জেলার মেহেরপুর, ঝিনাইদহ জেলার
ঝিনাইদত), উপজেলার পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন/ শূন্যপদের
উপনির্বাচন/ স্থগিতকৃত নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন (১৫ জুন) বুধবার
সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা
হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো। তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন
স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত
ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা
হলো।’