ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একই কেন্দ্রে ভোট দিলেন রিফাত-কায়সার
Published : Wednesday, 15 June, 2022 at 9:30 AM, Update: 15.06.2022 10:59:14 AM
একই কেন্দ্রে ভোট দিলেন রিফাত-কায়সার
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার একই কেন্দ্রে ভোট দিয়েছেন।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের ৪ নম্বর বুথে কায়সার এবং এর কিছুক্ষণ পর ১ নম্বর বুথে ভোট দেন রিফাত।

কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের কায়সার বলেন, বিভিন্ন কেন্দ্রে বুথের সংখ্যা কমানো হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথের জায়গায় এখন তিনটি দেখা গেছে। এ কারণে ধীরগতিতে ভোটগ্রহণ হবে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান কায়সার।

এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী রিফাত। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। চমৎকার পরিবেশ। শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হবে বলে আশা করি। প্রত্যাশা জয়ের। দ্বিতীয় হওয়ার সুযোগ নেই। আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চোধুরী কুমিল্লা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে জানান, সকল প্রস্তুতি শেষে ভোট গ্রহন শুরু হয়েছে।ভোটার উপস্থিতি সকালে কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে ভোটার বাড়বে। কোন শংকা বা ঝুঁকি নেই। নির্বাচন কমিশন থেকে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশনা দেয়া আছে- নির্বিঘ্ন ভোট অনুষ্ঠিত হবে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। দায়িত্বে কেউ গাফিলতি ও অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। প্রত্যেক পুলিশ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে

তিনি জানান, কুসিক নির্বাচনে তিন হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন যথাক্রমে ১৫ ও ১৬ জন করে পুলিশ। এছাড়া আনসারসহ গ্রাম পুলিশের সদস্যরাও থাকবেন।