ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আমি জয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত: সাক্কু
Published : Wednesday, 15 June, 2022 at 4:12 PM
আমি জয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত: সাক্কুতুলনামূলক বড় ব্যবধান রেখেই বিগত দুটি নির্বাচনে বিজয়ী হয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রের দায়িত্ব পালন করা মো. মনিরুল হক সাক্কু বলেছেন, আমি জয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত। 

বুধবার (১৫ জুন) নগরির হোচ্চামিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আবহাওয়াটা ভালো হলে আমার জন্য একটু ভালো হতো। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত। 

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'মাত্র তো এক ঘণ্টা গেলো। হোক না আরও, তারপর বলা যাবে।'

সাক্কু বলেন, 'ইনশাআল্লাহ, ঢুকে গেলে তো আর উঠে যাওয়া যায় না, একটা রেজাল্ট নিয়ে যাইতে হয়। জয়-পরাজয় যেটাই হোক একটা রেজাল্ট নিয়ে যাব ইনশাআল্লাহ।'

এর আগে, একবার দলীয় প্রতীক ধানের শীষে এবং একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান সাক্কু। আর এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন। সিটি করপোরেশনের মেয়র হওয়ার আগে সাক্কু ২০০৫-২০০৯ সাল পর্যন্ত কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

এর আগে, সকাল ৮টায় দেশের বহুল প্রতীক্ষিত এ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এ নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের মাঠে দায়িত্ব পালন করছে ৩ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা বাহিনী, ১০৫টি মোবাইল টিম, ৪০টি র‍্যাবের টিমসহ বিভিন্ন সংস্থা।