ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেয়ের বিয়ের দিন বাবা খুন
Published : Thursday, 16 June, 2022 at 1:40 PM
মেয়ের বিয়ের দিন বাবা খুন চুয়াডাঙ্গার জীবননগরে বাবলুর রহমান (৪৫) নামের এক কৃষককে কোদালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনা অভিযুক্ত জমির হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবলুর রহমানের মেয়ে খাদিজা খাতুনের বিয়ে। বিয়েতে যোগ দেওয়ার জন্য ভায়েরা মিন্টু রহমানকে দাওয়াত দিতে রওনা দেন তিনি। বাড়ি থেকে বের হলে প্রতিবেশী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে জমির হোসেন কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে বাবলুর রহমানের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক জমির উদ্দিনকে আটক করা হয়েছে।