ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর জয়
শাহীন আলম,
Published : Thursday, 16 June, 2022 at 8:28 PM
দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর জয়কুমিল্লার দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর বিজয় হয়েছে।  বুধবার একটি নোয়াগাঁও কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া বাকি ৮টি কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভানী ইউনিয়নের ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. হাজী জালাল উদ্দীন ভূঁইয়া মোটরসাইকেল প্রতিকে  ৪ হাজার ৩৭১  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী  আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতিকে ভোট পেয়েছেন ৩ হাজার ৩০৭। এছাড়াও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার মুকুল নৌকা প্রতিকে ২হাজার ৯৯৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বুধবার রাত ১০টায় জালাল উদ্দীন ভূঁইয়াকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন বরুরা উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। 
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে,  এ নির্বাচনে মোট ১১জন চেয়ারম্যান   প্রার্র্থী প্রতিদ্বন্দিতা করবেন। এর মধ্যে হারুনুর রশিদ অটোরিক্সা প্রতিকে ভোট পেয়েছেন ১ হাজার ৫১৩, চশমা প্রতিকে গোফরানুল কারিম পেয়েছেন ১ হাজার ১৬৫, টেবিল ফ্যান প্রতিকে মোহাম্মদ বাহাদুর পেয়েছেন ২২ ভোট, আক্তার হোসেন লাঙল প্রতিকে ভোট পেয়েছেন ১৫টি, আবুল কালাম আজাদ টেলিফোন প্রতিকে ভোট পেয়েছেন ৭৬টি, মাহবুবুল হাসান রজনিগন্ধা প্রতিকে পেয়েছেন ২১টি, রহুল আমিন হাতপাখা প্রতিকে পেয়েছেন ১১৬টি, হাবিবুর রহমান খান আনারস প্রতিকে ভোট পেয়েছেন ৮১ ভোট। এছাড়াও এ নির্বাচনে ৪১জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য ১০জন প্রার্থীসহ মোট ৬২জন প্রতিদ্বন্ধীতা করেন। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮৪৩জন। এর মধ্যে ১৩ হাজার ৯৯৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোটের সংখ্যা ২৫৫টি। 
প্রসঙ্গত, গত ৭ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনের পূর্বের ৬ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে ভানী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে জেলা রিটার্নি অফিসার  মো. আজহারুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে নির্বাচন স্থগিত করেন। তাঁর মৃত্যৃর পর স্থগিতকৃত ভানী ইউনিয়নের নির্বাচনের পুনরায় তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষণার পর ওই ইউনিয়নে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন পান নুরুজ্জামান ভূঁইয়া মুকুলের স্ত্রী তাহমিনা আক্তার মুকুল।