ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রির সময় ধরা
Published : Friday, 17 June, 2022 at 12:00 AM
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। তারা হলেন, মো. রবিউল হাসান ও মো. দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৬ জুন) অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আটকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এনে বিক্রি করতো।
‘দুই মাদক কারবারি তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা এলাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়।’
এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২৪ কেজি গাঁজাসহ রবিউল ও দেলোয়ারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দার এ কর্মকর্তা।