ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লক্ষ্মীপুরে ৭ জনের যাবজ্জীবন
Published : Friday, 17 June, 2022 at 12:00 AM
লক্ষ্মীপুর সদরের বশিকপুর এলাকায় কাঠমিস্ত্রি আহসান উল্লাহ হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– বশিকপুরের মুরাদ হোসেন, জাকির হোসেন, রিপন হোসেন, নিশান হোসেন, সুমন হোসেন, জামাল উদ্দিন ও আলমগীর হোসেন। তাদের মধ্যে সুমন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্য ছয় আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে কাঠমিস্ত্রি আহসান উল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আট বছর পর এই মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে খুশি বাদী ও রাষ্ট্রপক্ষ।’
আদালত ও মামলা সূত্র জানায়, সদর উপজেলার বাশিকপুরের নন্দিগ্রাম এলাকায় ২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে আহসান উল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে পোদ্দারবাজার থেকে কাঁঠাল বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ওইদিনই নিহতের ছেলে মো. আলম সদর থানায় ছয়-সাত জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২৬ জুন সাত জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রায় আট বছর পর এই মামলার রায় দেন আদালত।