লাকসামে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
Published : Friday, 17 June, 2022 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিমঃ
কুমিল্লার লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ''ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২)'' ডিএই অংগ শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিরাজ উদ্দিন হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিআইজি সময়ের গতিশীলতা আনয়নের জন্য নিয়মিত মাসিক সভা, সঞ্চয় অব্যাহত রাখতে হবে এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে। সবশেষে তিনি কৃষি আধুনিকীকরণ ও বাজার সংযোগ বৃদ্ধি এবং এআইএফ-২ ও ৩ প্রাপ্তির জন্য সিআইজি সমূহকে আরো গতিশীল করার আহবান করেন।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম রকিবুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী।
ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও বাজার সংযোগ স্থাপন, সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) সংগঠনকে গতিশীল ও কৃষি উৎপাদন বৃদ্ধিসহ কৃষি সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা সিআইজি সভাপতি ছিদ্দিকুর রহমান, সেক্রেটারি মোতাহার হোসেন, কৃষক ও ইউপি সদস্য শফিউল্লাহ, মিনুয়ারা বেগম, ফাতেমা বেগমসহ সিআইজি সদস্যবৃন্দ। কংগ্রেসে সিআইজি সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকসহ উপজেলার ৭০টি সিআইজি'র ১৫০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।