ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আত্মহত্যার চেষ্টা করেও ট্রেনের নিচ থেকে বেঁচে ফিরলেন
তানভীর দিপু
Published : Friday, 17 June, 2022 at 8:21 PM, Update: 17.06.2022 8:43:44 PM
আত্মহত্যার চেষ্টা করেও ট্রেনের নিচ থেকে বেঁচে ফিরলেনকুমিল্লা রেলওয়ে স্টেশনে এক মহিলা চলন্ত ট্রেনের সামনে দৌড়ে এসে দাঁড়িয়ে যান। ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। ট্রেন চলে যাওয়ার পর  স্থানীয়রা তাকে উদ্ধার করে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৭ জুন) সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা।বর্তমানে তিনি কুমিল্লা ম্যাডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ট্রেনের চাকায় কাটা পড়া তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়েছে। তার  নেওয়াজ নামের ৬ বছরের শিশু সন্তান রয়েছে।
আত্মহত্যার কারণ জানতে চাইলে বেবী বেগম বলেন- হতাশা থেক তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
তার পরিবারের দাবী তিনি অপ্রকৃতস্থ। 
আর ও একবার তিনি আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছেন।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে এক নারী দৌড়ে সামনে দাঁড়িয়ে যান। তাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় ট্রেনটি। এ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে ট্রেন চলে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা আহত অবস্থায় ওই নারীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। তিনি ভালো আছেন। ট্রেনের ধাক্কায় বাম পায়ে বেশি ব্যথা পেয়েছেন।