'ভিন্ন এক হ্যাজার্ডকে দেখবে রিয়াল সমর্থকরা'
Published : Saturday, 18 June, 2022 at 12:00 AM
গত
তিন বছরে রিয়ালের জার্সিতে খেলেছেন মোটে ৬৬ ম্যাচ। গোল করেছেন মাত্র ছয়টি।
ইনজুরি, অফ ফরমের কারণে অধিকাংশ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। তবে চোটকে
দূরে ঠেলে পূর্ণ ফিট হয়ে ওঠা হ্যাজার্ডকে নিয়ে আশার বাণী শোনালেন বেলজিয়াম
কোচ রবার্তো মার্তিনেজ। তার মতে, সামনের মৌসুমেই নতুন এক হ্যাজার্ডকে
দেখতে পাবে রিয়াল মাদ্রিদ ভক্তরা।
এই মাসে বেলজিয়ামের জার্সিতে
চারটি ম্যাচ খেলেছেন ইডেন হ্যাজার্ড। তবে করতে পারেননি কোনো গোল। অবশ্য
হ্যাজার্ডের সাম্প্রতিক অবস্থা দেখে আশা বাণী শোনাচ্ছেন বেলজিয়াম কোচ।
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেছেন,'তার বর্তমান মানসিক ও শারীরিক অবস্থা
দেখে আমি কিছুটা অবাক হয়েছি। রিয়াল মাদ্রিদ সমর্থকরা একদম ভিন্ন এক
হ্যাজার্ডকে দেখতে যাচ্ছে। '
রিয়ালের হয়ে নিজেকে প্রমাণ করতে চান
হ্যাজার্ড। তাছাড়া কাতার বিশ্বকাপে বেলজিয়ামকে শিরোপা জেতানোর লক্ষ্য তার,
বলছেন মার্তিনেজ। 'সে রিয়ালে সফলতা পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সে তার
উদ্দেশ্য পরিবর্তনের কথা ভাবেননি। সে বিশ্বকাপ জিততে চায়। '