ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জ সরসপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল
Published : Saturday, 18 June, 2022 at 12:00 AM
মো: হুমায়ুন কবির মানিক ||
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার সহধর্মিণী আয়েশা (রাঃ) সম্পর্কে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কুমিল্লা মনোহরগঞ্জ সরসপুর ইউনিয়নের এলাকাবাসী ও সর্বস্তরের তৌহিদী জনতা মিলে এ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
শুক্রবার ( ১৭ জুন) বাদ জুমা নামাজের পর সরসপুর সরকারি ঈদগাহ মাঠ থেকে  তৌহিদী জনতা ও সাধারণ মুসুল্লিরা বিভিন্ন রকমের লেখা সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে জড়ো হতে থাকে। পরে কয়েক হাজার মুসুল্লি একত্রিত হয়ে বিশেষ-বিশেষ সড়ক প্রদক্ষিণ করে  বিক্ষোভ মিছিল সরসপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনগিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদানি মসজিদ এর খতিব মাওলানা মোঃ নাজিমুদ্দিনের সঞ্চানলায় সমাবেশে বক্তব্য রাখেন  মাওলানা আবদুল কাদের, মাওলানা মাসুদ রহমান, কাজী আব্দুল্লাহ, শেখ ফরিদ, ইসরাফিল হোসেন, আনোয়ার, হোসেন, মোঃ মুজিবুর রহমান, ইউপি সদস্য  ইমাম হোসেন,সাদেক আলী, বিশিষ্ট সমাজ সেবক জুলফিকার আলীসহ প্রমুখ।