ক্যান্সারে হার মনলেন কুবি শিক্ষার্থী মেহেদি
Published : Saturday, 18 June, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহেদি হাসান (২১) দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে (টিএলএল) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৭ জুন) সকাল ৭.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মেহেদী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের বাসিন্দা। ২০২১ সালের ১০ অক্টোবর মেহেদীর শরীরে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। যার চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকা প্রয়োজন ছিলো।
মেহেদীর বাবার জানান, অনেক চেষ্টার পরেও আমরা মেহেদীকে বাঁচাতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মেহেদীর সহপাঠীদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।